দ্বীপজেলার ব্র্যান্ড হিসেবে পরিচিত মহিষের দুধের কাঁচা দধি। এটা ভোলার প্রায় ২০০ বছরের ঐতিহ্য বহন করে। এখানকার অতিথি আপ্যায়নের অন্যতম উপাদন এটি। এ টক দধি গুড়, মিষ্টি অথবা চিনি দিয়ে খাওয়া যায়। দধি সব সামাজিক, পারিবারিক ও ঘরোয়া ভোজে থাকতেই হবে। এ ছাড়া খাবার হজমে কাঁচা দুধের দধি বাড়তি সহায়তা করায় এর জনপ্রিয়তা তুঙ্গে।
আমরা অনেকে ছোটবেলা থেকে সন্দেশ পছন্দ করি কিন্তু মনের মতো স্বাদযুক্ত খাটি দুধের সন্দেশ পাই না। যার কারণে সকলেই খাটি দুধের সন্দেশ খুজে থাকি।এর সমাধান হিসাবে আমরা নিয়ে এসেছি এই সন্দেশ টি।
এক প্যাকেটে পাবেন পাঁচ রকমের, পাঁচ আইটেমের ভিন্ন ভিন্ন স্বাদের ছানার সন্দেশ।
দেশী মহিষের দুধ দিয়ে তৈরি এবার খেলেই বুঝতে পারবেন ইনশাআল্লাহ
বাহারী আইটেমের অথেনটিক এই সন্দেশ গুলো শুধু দেখতেই সুন্দর না,, খেতেও দারুণ টেস্টি।